গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মান্নোয়নে সরকার গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে যাচ্ছে। কোটি কোটি টাকা ব্যয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করছেন। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে নিয়মিত স্কুলে পাঠান। গতকাল বৃহস্পতিবার বগুড়া গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের ভান্ডারা পনির পাড়া আলানুর দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। ভান্ডারা পনির পাড়া আলানুর দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ছাত্রনেতা রকিবুল ইসলাম বকুল মন্ডলের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার বেলাল হোসাইন। সহাকরী শিক্ষক মাকামে মাহমুদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন অভিভাবক সদস্য আবু হানিফ, মোখলেছার রহমান মিঠু, হারুনুর রশিদ, আলমগীর হোসেন, শহিদা বেগম, সহকারী শিক্ষক মতিউর রহমান, হারুনুর রশিদ, আবু তাহের প্রমুখ। এ সময় শত শত অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অথিতিবৃন্দ।
Leave a Reply