গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গাবতলী সদর খাদ্য গুদামে ফিতা কেটে ২০২৪-২০২৫ এর আমন ধান সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও নুসরাত জাহান বন্যা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মাদ আবু সম্মাট খান, সদর খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল আলিম, সাবেকপাড়া খাদ্য গুদাম কর্মকর্তা শম্ভু কুমার বিশ্বাস, সুখানপুকুর খাদ্য গুদাম কর্মকর্তা মাহমুদুল হাসান,
উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ আকন্দ, সাধারণ সম্পাদক মশিউর রহমান জিবু, সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সম্মাট খান জানান, এ বছরে উপজেলার ৩টি খাদ্য গুদামে ৩৩টাকা কেজি দরে ১হাজার ১’শ ৩৬ মেঃ টঃ ধান এবং ৪৭টাকা কেজি দরে ৯শ’ ৩৩ মেঃ টঃ চাল সংগ্রহ করা হবে।
Leave a Reply