গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে ক্রেতা সেজে দিন দুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে গ্যাস সিলেন্ডারের দোকান থেকে অর্ধ লক্ষ টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে গাবতলী পৌরসভা সংলগ্ন রোমান ট্রেডার্সে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, গাবতলী পৌরসভা গেটের ৫০ গজ পূর্ব পাশে গ্যাস সিলিন্ডারের দোকান রোমান ট্রেডার্স অবস্থিত। দীর্ঘদিন থেকেই গ্যাস সিলিন্ডারের ব্যবসা করে আসছিল হাসনাপাড়া গ্রামের আমিনুর ইসলাম।
৬ই ফেব্রুয়ারি দুপুরে তিনি দোকানে ব্যবসার কাজে বসে ছিলেন। এ সময় হেলমেট মাক্স পরিহিত তিনজন যুবক একটি পালসার মোটরসাইকেল নিয়ে ক্রেতা সেজে ওই গ্যাস সিলিন্ডারের দোকানে আসেন। এরপর দোকানদার আমিনুর ইসলামকে বলেন চাচা দুইটা গ্যাসের নতুন বোতল লাগবে। এরপর দাম দর ঠিক করে ভ্যান আনতে যায়। তারা একটু পরে ফিরে এসে বলে চাচা নতুন দুইটা গ্যাসের বোতল বের করেন ভ্যান আসতেছে।
ওদের কথামতো দুইটা নতুন সিলিন্ডার বের করতে গেলে ওদের মধ্যে একজন দোকানদার আমিনুরের পিছে দাঁড়িয়ে থাকে এবং অপর দুজন ক্যাশ বাক্সে থাকা নগদ ৫৪ হাজার টাকা বের করে নেয়। বিষয়টি দোকানদার আমিনুর দেখতে পেলে তাদের মধ্যে তর্ক-বিতর্ক ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে ওই দুর্বৃত্তরা কোমর থেকে পিস্তল বের করে তাকে ভয়ভীতি দেখিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
দিন দুপুরে এমন ঘটনা ঘটাই সাধারণ ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে এমন ঘটনা ঘটতে পারে এমনটাই ভাবে তুলছেন জনসাধারণকে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, এ সংক্রান্ত কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply