মুহাম্মাদ আবু মুসাঃ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রবিবার বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীলের সভাপতি মোস্তফা আঃ রাজ্জাক মিলু ও সাধারণ সম্পাদক এআই ফয়সাল খান জনি’র নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি দলীয় কার্যালয় থেকে শুরু হলে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গাবতলী পুরান বাজার মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে গিয়ে শেষ হয়। পরে আওয়ামী লীগের ৭৫তম জন্মবার্ষিকীর বিশাল একটি কেক কাটা হয়।
এ ছাড়া আওয়ামী লীগের ত্যাগী নেতাদের সংবর্ধনার সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।
অপর দিকে বিকেলে আওয়ামী লীগের আরেকটি গ্রæপ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পৃথকভাবে গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। বর্ণাঢ্য শোভাযাত্রা’র নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ করেছে।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (ভারঃ) আব্দুল সালাম ভূলন সমাবেশের সভাপতিত্ব করেন। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com