গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের মাঝপাড়া গ্রামে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু।
স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ১৬জুলাই মঙ্গলবার তিনি স্বশরীরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই আর্থিক সহায়তা দেন এবং সরকারীভাবে সাহায্য সহযোগিতার আস্বাস দেন। ওই গ্রামে এমপি’র উপস্থিত টের পেয়ে গ্রামবাসী ছুটে আসেন এমপিকে দেখতে। সেইসাথে গ্রামের শতশত নারী-পুরুষ এমপি নান্নুকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি (ভারঃ) আব্দুস সালাম ভূলন, সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুল, পৌর কাউন্সিলর ও উপজেলা কৃষকলীগের সভাপতি হযরত আলী হিরণ, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, ইউপি সদস্য আব্দুল লতিফ লাটিম, মানিক মিয়াসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ৯জুলাই মঙ্গলবার রামেশ্বরপুর ইউনিয়নের মাঝপাড়া গ্রামের অছিম সাকিদারের ছেলে কৃষক আনিছার সাকিদারের গোয়াল ঘরে বিদ্যুৎ এর সর্টসার্কিট থেকে রাতে আগুন লাগে।
এতে করে গোয়াল ঘরসহ ১টি বিদেশী গর্ভবতী গাভী পুড়ে মারা যায় এবং আরো ১টি গর্ভবতী গাভীর অর্ধেকের বেশী পুড়ে মারাত্মক আহত হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com