গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নের খুপি দক্ষিণপাড়া গ্রামে একটি বসতবাড়িতে আগুন লেগে সমস্ত কিছু পুড়ে ভষ্মিভূত হয়েছে। গত শনিবার গভীর রাতে বিদ্যুৎতের সর্ট সার্কিট থেকে আগুল লেগে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাবতলীর সোনারায় ইউনিয়নের খুপি দক্ষিণপাড়া গ্রামের মৃত আলতাব আলীর ছেলে রুনু মহুরী (৪০) রাতে খাওয়া দাওয়া শেষে পরিবার নিয়ে ঘুমিয়ে পড়লে গভীর রাতে তার বসতবাড়িতে হঠাৎ আগুন লাগে।
মূহুর্তে আগুনের লেলিহান লিখা চারিদিকে ছড়িয়ে পড়লে ভুক্তভোগীরা চিৎকার চেচামেচি শুরু করলে স্থানীয় লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিভাতে সক্ষম হয়।
ততক্ষণে বসতবাড়ির ৪টি রুমসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। এতে করে প্রায় ৫/৬লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েন ভুক্তভোগী ও তার পরিবার। পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে।
Leave a Reply