গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার যাত্রাবাড়ীতে গুলিতে নিহত শহীদ বগুড়া গাবতলীর নাড়–য়ামালা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মোকলেছার রহমানের ছেলে বগুড়া শাহ সুলতান কলেজের ছাত্র শাকিল হাসান মানিকের মরদেহ ৫মাস ৯দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।
আদালতের নির্দেশে বগুড়া এক্্িরকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু সাহামা এর উপস্থিতিতে গতকাল মঙ্গলবার বেলা ১২টায় লাশটি ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
জানা গেছে, বগুড়া গাবতলীর নাড়–য়ামালা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মোকলেছার রহমানের ছেলে শাকিল হাসান মানিক বগুড়া শাহ সুলতান কলেজ থেকে ডিগ্রী পরীক্ষা শেষে করে ঢাকার যাত্রাবাড়ীতে পার্টটাইম জব করতো।
এমতবস্থায় বিগত ২০২৪সালের ৫আগষ্ঠ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হয়। তার দু’দিন পর লাশটি ময়না তদন্ত ছাড়াই গ্রামের বাড়ীতে দাফন সম্পন্ন করেন তার পরিবার। এ ঘটনার কিছুদিন পর নিহত শাকিল হাসন মানিকের বাবা মোকলেছার বাদী হয়ে ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্তের জন্য সিআইডিতে গেলে তদন্তকারী কর্মকর্তা সিআইডি’র ইন্সপেক্টর মিজানুর রহমান লাশটি ময়না তদন্তের জন্য আদালতে আবেদনের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার আদালতের নির্দেশে বগুড়া এক্্িরকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু সাহামা এর উপস্থিতিতে লাশটি ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com