গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়া গাবতলীর ‘নেপালতলী ইউনিয়ন ভুমি অফিস’ কদমতলী হতে নেপালতলী সদরে স্থানান্তরের প্রতিবাদে গতকাল রোববার মানববন্ধন ও ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে।
সুখানপুকুর ও নেপালতলী ইউনিয়নের ভ‚মি সেবা গ্রহীতা আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন, মাষ্টার আশরাফুল হোসেন, আঃ ছাত্তার, মোস্তাফিজুর রহমান, রায়হানুল ইসলাম তোহা, গোলাম রসুল, শহিদুল ইসলাম,
আঃ রশিদ, শফিউল ইসলাম বাবু, শাহাদত হোসেন, সাইফুল ইসলাম, দুদু মিয়া, আবু তাহের তুহিন, তারাজুল ইসলাম, বাদশা, মোতাহার হোসেন, ইউপি সদস্য সাখাওয়াত হোসেন লিটন, আহসান হাবিব রঞ্জু, মহিদুল ইসলাম টুনু, কাজল, জুয়েল আহম্মেদসহ আরো অনেকে।
স্থানীয়রা জানান, ‘১৯৮৩ সালে কদমতলীতে ‘নেপালতলী ইউনিয়ন ভুমি অফিস’ প্রতিষ্ঠিত হয়। সেই ৪০বছর থেকে ভ‚মি অফিসের আশপাশের ২১টি গ্রামের মানুষ নামজারী, খাজনা, ভ‚মি রেকর্ড হালনাগাদ, ভ‚মি অফিসের নিষ্পত্তিসহ বিভিন্ন ভুমি সেবা গ্রহণ করে আসছে।
কিন্তু সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবু ২১গ্রামের প্রায় ১৭হাজার মানুষদের উপেক্ষা করে ‘নেপালতলী ইউনিয়ন ভ‚মি অফিস’ কদমতলী হতে নেপালতলী সদরে স্থানান্তরে সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন বলে ওইসূত্র অভিযোগ করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বলেন, ‘নেপালতলী ইউনিয়ন ভ‚মি অফিস’ জনস্বার্থে কদমতলী হতে নেপালতলী সদরে স্থানান্তরের সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন ভবন নির্মাণের কাজ শুরু করা হবে।
Leave a Reply