গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে ইট-পাটকেল ছোঁড়াছুড়ি খেলতে গিয়ে সহপাঠীর ইটের আঘাতে সিয়াম হাসান (১৩) নামের ৭ম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ১লা ফেব্রæয়ারী রাতে নিহত সিয়ামের পিতা মোহাম্মাদ আলী বাদী হয়ে ১জনকে অভিযুক্ত করে এই মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে নিহত সিয়ামের খেলার সহপাঠী পাঁচকাতুলী গ্রামের সেলিমের ছেলে ঈশানকে। অভিযুক্ত ঈশান বর্তমানে পলাতক রয়েছে। এ প্রসঙ্গে মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com