গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ছাত্রলীগ নেতা রিদিয়াত হোসেন বর্ণকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, রিদিয়াতকে গাছের সঙ্গে বেঁধে পিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।
শুক্রবার (২০ ডিসেম্বর) পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পীরগাছা এলাকায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনা ঘটে।রিদিয়াত হোসেন বর্ণ স্থানীয় রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্ট গ্রামের বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের শিশুবিষয়ক সম্পাদক।
পুলিশ ও স্থানীয়রা জানান, বর্ণের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। গত বৃহস্পতিবার রিদিয়াত এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করছিল। এ সময় স্থানীয়রা তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে পিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে গ্রেপ্তার করে।
রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল ওহাব বলেন, বর্ণ একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে । তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। বৃহস্পতিবার এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় তাকে পিটুনি দেয় উত্তেজিত জনতা।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, গ্রেফতারকৃত বর্ণের বিরুদ্ধে স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করার অসংখ্য অভিযোগ রয়েছে। ২০২২ সালের ১৭ জানুয়ারি রামদাসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি। বৃহস্পতিবারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com