মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। বুধবার সন্ধ্যারাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগবাড়ী পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ মুক্তারুল আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে স্থানীয় তরণীহাট সৈয়দ আলী মোড় এলাকা থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
এ ছাড়া তাদের ব্যবহার করা সিএনজিটি আটক করা হয়। গ্রেফতারকৃত কুখ্যাত মাদক ব্যবসায়ীরা হলো উপজেলার মহিষাবান মড়িয়া এলাকার মতিউর রহমান মিঠু (৩০) ও আবু হোসেন (২৩)। বৃহস্পতিবার মাদক দ্রব্য মামলায় আদালতের মাধ্যমে তাদেরকে জেলা হাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক এর সাথে কথা বললে তিনি উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন বলেন, ১০০ পিচ ইয়াবাসহ দুইকে গ্রেফতারে মাদক মামলাসহ সোন্দাবাড়ী এলাকা থেকে নজরুল ইসলাকে বুধবার সন্ধ্যারাতে ১০০ গ্রাম গাজাসহ গ্রেফতার করা হলে তার বিরুদ্ধে পৃথকভাবে মাদক দ্রব্য মামলায় আদালতের মাধ্যমে তাদেরকে জেলা হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply