গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে ইয়াবা স¤্রাট দূর্গাহাটা ইউপি সদস্য জাকির হোসেনসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু ও ইয়াবা বিক্রির নগদ ৭হাজার ২’শ টাকা উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের ভুলিগাড়ী গ্রামের জাহেদুর রহমানের ছেলে স্থানীয় ২নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জাকির হোসেন (৩২) দীর্ঘদিন থেকে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে আসছিল। গত ২৯শে আগষ্ট সোমবার রাত সাড়ে ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী মডেল থানার ওসি সিরাজুল ইসলামের নির্দেশে এসআই হাফিজুর রহমান, ফজলুল হক, সুজল দেবনাথ, এএসআই জাহাঙ্গীরসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ইয়াবা স¤্রাট জাকির হোসেনসহ তার দুই সহযোগীকে ভুলিগারী প্রাথমিক বিদ্যালয়ের গেটে মাদক বিক্রয়কালে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের দেহ তল্লাশী করে ৬৫পিচ ইয়াবা, একটি বার্মিজ চাকু ও মাদক বিক্রির ৭হাজার ২’শ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জাকিরের সহযোগীরা হলো একই ইউনিয়নের বটিয়াভাঙ্গা গ্রামের মোকলেছার রহমানের ছেলে সুরুজ (২৫) এবং দূর্গাহাটা গ্রামের আঃ মালেকের ছেলে মানিক (২৮)। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। পুলিশ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানার ওসি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, গ্রেফতারকৃত আসামি জাকিরের নামে বিজ্ঞ আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।
Leave a Reply