গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ৮ই মে অনুষ্ঠিতব্য বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল মঙ্গলবার সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে নির্বাচনী মিটিং শেষে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।
উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৪জন প্রার্থী। প্রার্থীরা ও প্রতিক হলো উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন (আনারস), বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য অরুন কান্তি রায় সিটন (ঘোড়া), কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাহানুর ইসলাম সাকিল (মটরসাইকেল) এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নন কমিশন অফিসার আতাউর রহমান রানু (হেলিকপ্টার)।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৩জন। এরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম মুক্তা (মাইক), পৌর আ’লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু (তালা) এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মিঠু (উড়োজাহাজ)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৫জন। এরা হলেন উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার (বৈদ্যুতিক পাখা), উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজমা আকতার (সেলাই মেশিন), সাংগঠনিক সম্পাদক পাপিয়া বেগম (ফুটবল), মহিলা আ’লীগের নেত্রী ফেরদৌসী বেগম (হাঁস) এবং বগুড়া মুজিবুর রহমান মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি শামিমা আকতার সুমি (কলস)।
প্রতিক বরাদ্দ পাওয়ার পর থেকেই প্রার্থীদের কর্মী-সমর্থকদের মাঝে উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। কেউ কেউ প্রতিক নিয়ে শুরু করেছেন প্রচার-প্রচারণা।
Leave a Reply