গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১ টায় পরিষদের ইছামতি হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন,
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহেদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম টুকু।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার বুলবুল আহমেদের পরিচালনায় সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাছিমা খাতুন, নারুয়ামালা ইউপির প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার প্রমুখ। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply