গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর চকবোচাই মধ্যপাড়া জাগরনী ক্লাব ও ফ্রেন্ডস্ ক্লাবের উদ্যোগে কাবাডি ও নারী প্রীতি ফুটবল খেলা পৃথকভাবে স্থানীয় রেললাইন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন।
স্থানীয় ব্যবসায়ী ওয়াজেদ হোসেন সাজু মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, যুগ্ম সম্পাদক ও উপজেলা মহিলাদলের সভাপতি সুরাইয়া জেরিন রনি, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন,
সাহাদত হোসেন খান সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক এমআর ইসলাম রাখু, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শফিক শাহিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, মিনহাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল হাসান হিরু, পৌর যুগ্ম আহবায়ক সোহেল রানা,
উপজেলা ছাত্রদলের সাংগঠনিক মোস্তা, সদর ইউপির প্যালেন চেয়ারম্যান শহিদুল ইসলাম বাদল, নাড়–য়ামালা ইউপির প্যালেন চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার, উপজেলা তাতী দলের সভাপতি রাশেদুর রহমান রাঙ্গা, সাবেক পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম, যুবদল নেতা আব্দুল হালিম, এ্যাড, সুজন,
সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নুর হোসেন, রাফিক হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব হানিফ, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, আজিজ ফকিরসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শেষে উভয়দলের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com