গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ ২০২১-২০২১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গ্রীষ্মকালীন পেয়াজ ও আমন ধান উৎপাদনের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজ ও আমন ধানের বীজ এবং সার বিতরণ করেন ইউএনও রওনক জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, পিআইও রাশেদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ, উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমীন, সমবায় অফিসার আসাদুজ্জামান ভুইয়া, ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী, উপজেলা কৃষি ডিপ্লোমা ইনষ্টিটিটিউট এর সভাপতি মোঃ কামরুজ্জামান প্রমুখ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com