গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ শোক দিবস উপলক্ষে গতকাল শনিবার বগুড়ার গাবতলী উপজেলা কৃষকলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা উপজেলা কৃষকলীগের সভাপতি হযরত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহানুর আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি আ: রাজ্জাক মিলু, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফয়সাল খান জনি, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল মিয়া, বগুড়া সদর উপজেলা কৃষকলীগের সভাপতি তাইফুর রহমান সুমন ও যুবলীগ নেতা জাফরু পাইকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আশরাফ, যুগ্ম সাধারণ সম্পাদক রেদোয়ান, সাংগঠনিক সম্পাদক নয়ন, দপ্তর সম্পাদক আ: লতিফ, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক শফিকুল আলম নয়ন, সদস্য সচিব মানিক সরকার, পৌর ছাত্রলীগের সভাপতি তৌকির পাইকার, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক চঞ্চল প্রমুখ। সভা শেষে ১৫আগষ্টে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়। এরপর শোকর্যালী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
Leave a Reply