গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে শত্রুতা করে কৃষকের কলাগাছ কেটে বিনষ্ট করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের পাঁচকাউনিয়া গ্রামের মোহাম্মাদ আলী মোল্লার স্ত্রী রোমেনা বেগমের (৩৮) রোপনকৃত কলাগাছ গত ১৮অক্টোবর বিকেল ৪টায় নষ্ট করে প্রায় ৫০হাজার টাকার ক্ষতিসাধন করে প্রতিপক্ষরা। এ ঘটনায় প্রতিবাদ করতে গেলে বেদমভাবে কিলঘুষি মেরে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
এ অবস্থায় পরেরদিন সকালে রোমেনা বেগম চিকিৎসার জন্য হাসপাতালে যাবার পথে ওই প্রতিপক্ষরা আবারো হামলা চালিয়ে মারপিট কের নগদ অর্থ ও ১টি স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় রোমেনা বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সামিউল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply