মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর পেরীহাট স্মৃতি সংঘ’র উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বৃহস্পতিবার স্থানীয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ধোড়া লায়ন্স ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে আর আর এম এফ মালিপাড়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশ গ্রহনে হাজার হাজার দর্শক বিনোদন উপভোগ করেছে।
তবে খেলা শেষ হওয়ার দেড় মিনিট আগে কিছুটা হট্টগোল সৃষ্টি হলেও কোন প্রভাব ফেলতে পারেনি। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি মোর্শেদ মিলটন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহেল বাকী’র সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক এম আর ইসলাম রিপনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন থানার ওসি আশিক ইকবাল,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ, সূরাইয়া জেরিন রনি, সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন খান সাগর, পৌর বিএনপি যুগ্ন সম্পাদক হারুনার রশিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ,
মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, মোতাহার হোসেন মন্ডল, বিএনপি নেতা তাজুল ইসলাম লিটন, আবু তালেব শাহিন, মোশারফ হোসেন, প্রভাষক মঞ্জুরুল ইসলাম ছানা, রমজান আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল হাসান রুহিন, যুগ্ম আহŸায়ক মহব্বত আলী, মিনহাজুল ইসলাম, মশিউর রহমান সুমনসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
Leave a Reply