গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে ওই সার ও বীজ বিতরণ করেন ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পূজা দেবী, অতিরিক্ত কৃষি অফিসার শিবলী খন্দকার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী হায়দার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নের ৬’শ ৮০জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
Leave a Reply