মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে রোপনকৃত গাছ কর্তন ও জমির চার পাশে বাঁশ দিয়ে ঘেড়াও করে জমি জবর দখল করার চেষ্ঠার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
উপজেলার রামেশ^রপুর উত্তরপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে তারাজুল ইসলাম বাদী হয়ে গত ১০সেপ্টেম্বর/২৪ থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন। এতে বিবাদী করা হয়েছে একই গ্রামের প্রতিবেশী আব্দুল বাছেদ প্রাং, আবু জাফর মানিক, জহুরুল প্রাং, নাইম ইসলাম ও নিয়াম ইসলাম জিহাদকে।
থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বাদী তারাজুল ইসলাম উপজেলার রামেশ^রপুর মৌজায় ১১০, ২৮২ ও ২৮৮ নং দাগে ২২শতক জমি কবলা মুলে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবৎ হলে শান্তিপূর্নভাবে ভোগ দখল করে আসছে।
কিন্তু ৭সেপ্টেম্বর/২৪ বিকেল আনুমানিক ৪টায় বিবাদীগণসহ তাদের সহযোগি ৫/৬জন অজ্ঞাত সন্ত্রাসী শ্রেনীর ব্যক্তি হাতে বাঁশের লাঠি, কাঠের বাটামসহ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে উক্ত ২২শতক জমি বেদখল করার অপচেষ্ঠা চালায়। বাদী এর কারন জানতে চাইলে বিবাদীগণ অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণ নাশের হুমকি দেয়।
এক পর্যায়ে বিবাদীরা মারমুখী হয়ে উঠে। এ ছাড়া ওই সন্ত্রাসীরা বাদী তারাজুল ইসলামের সম্পত্তির চারপাশে জোরপূর্বক বাঁশের ঘেড়াও করে প্রবেশ করার বাঁধা সৃষ্টি করছে। ঘটনার প্রেক্ষিতে থানায় অভিযোগ করায় বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ১০সেপ্টেম্বর/২৪ রাত আনুমানিক ৮টায় ওই জমিতে রোপনকৃত উন্নত জাতের ১৬টি ইউক্যালিপ্টাস গাছ ভেঙ্গে ফেলে ক্ষতি সাধন করা হয়।
থানায় লিখিত অভিযোগ দায়ের করায় ১২সেপ্টেম্বর/২৪ থানার এসআই কামরুল ইসলাম সরেজমিনে গিয়ে তদন্ত করেন।
এ বিষয়ে থানার এসআই কামরুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, ঘটনার বেশ সত্যতা আছে, প্রয়োজনে উভয় পক্ষকে থানায় ডাকা হবে। অপর দিকে ঘটনাস্থলে পুলিশ যাওয়ায় বিবাদীরা আরো ক্ষিপ্ত হয়ে ১৩সেপ্টেম্বর/২৪ বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে নারীদের উপর চড়াও হয় এবং ওই ২২শতক জমিসহ অন্যান্য জমিতেও বাঁশ দিয়ে ঘেড়াও করে জবর দখল করার চেষ্ঠা করে ওই সন্ত্রাসীরা বলে বাদী তারাজুল ইসলাম ও তার পরিবারের লোকজন সাংবাদিকদের জানান। আব্দুল বাছেদ প্রাং ও জহুরুল ইসলামরা একের পর এক অন্যায় কাজ করায় তাদের কঠোর শাস্তি দাবী করেছেন ভুক্তভোগিরা।
এ ব্যাপারে বিবাদী পক্ষ আব্দুল বাছেদ প্রাং ও জহুরুল ইসলামদের সাথে সরাসরি কথা বললে তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।
Leave a Reply