গাবতলী (বগুড়া) প্রতিনিধি : ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ উদযাপন উপলক্ষে গতকাল রোববার বগুড়ার গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে উপজেলা পর্যায়ে সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইউএনও রওনক জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক এমদাদুল হক, আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী, সুখানপুকুর এম.আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান মজনু, নেপালতলী হাইস্কুলের প্রধান শিক্ষক টিটু, তরফসরতাজ মাদ্রাসার অধ্যক্ষ জহুরুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব মানিক সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুলসহ আরো অনেকে। শেষে প্রধান অতিথি বিভিন্ন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply