গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ২জন শিক্ষার্থী ছুড়িকাঘাত করা হয়েছে। আহতরা গাবতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, গাবতলীর দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বৃহস্পতিবার বিদায়ী অনুষ্ঠান চলছিল। দুপুর ১২টায় অনুষ্ঠানটির শুরু হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম।
প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারে বসা নিয়ে শিক্ষার্থীদের দু’গ্রুপের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে ছুড়িকাঘাতের ঘটনা ঘটে। এতে ২জন শিক্ষার্থী গুরুতর আহত হলে তাদেরকে গাবতলী হাসপাতালে ভর্তি করানো হয়।
আহতরা হলো, গাবতলীর নিজ দূর্গাহাটা গ্রামের বাবুর ছেলে নুরুন্নবী (১৬) এবং একই ইউনিয়নের পনিরপাড়া গ্রামের মৃত তোজামের ছেলে মেহেদী হোসেন (১৪)। আহত নুরুন্নবী দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির এবং মেহেদী হাসান ৮ম শ্রেণির ছাত্র।
এ ব্যাপারে দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জানান, প্রোগ্রামের শেষ মুহুর্তে চেয়ারে বসা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ছুড়িকাঘাতের ওই অনাকাঙ্খিত ঘটনা ঘটে।
এ ব্যাপারে থানার ওসি আশিক ইকবাল বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশও পাঠানো হয়েছে। তবে এখন অভিযোগ পাইনি পেলে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply