গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ আজ বুধবার বগুড়া গাবতলীর কদমতলীতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও আস্থা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে ২৫জন ছাত্রীর মাঝে ২৫টি বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা আস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম রন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউএনও নুসরাত জাহান বন্যা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মডেল থানার ওসি আশিক ইকবাল এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: নাইম হোসেন। সংস্থার উপদেষ্টা মন্তেজার রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সুবিধাভোগী ছাত্রী অদ্বিতীয় রায় ও রাফিয়া খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান মোতাহার, আ: রশিদ খাজা, আ: মান্নান, আনিছার রহমান তারা, আ: জোব্বার, মোতাহার আলীসহ আরো অনেকে।
শেষে প্রধান অতিথি প্রত্যেককে একটি করে মোট ২৫জন ছাত্রীর মাঝে বিনামূল্যে ২৫টি বাই সাইকেল বিতরণ করেন। এরপর বদলীজনিত বিদায়ী ইউএনও নুসরাত জাহান বন্যাকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করেন মুক্তিযোদ্ধাগণ।
Leave a Reply