1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :

গাবতলীতে ছোটনের আর্থিক সহযোগিতায় অসহায়দের গরু দিলেন বিএনপি নেতা শফিক

  • শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৩

মুহাম্মাদ আবু মুসাঃ ৮ফেব্রুয়ারী/২৫ শনিবার বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়ন পরিষদ চত্বরে বিশিষ্ঠ সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন ও তার পরিবারের আর্থিক সহযোগিতায় গরীব অসহায়দের মাঝে গরু (বোকনা বাছুর) বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরু বিতরণ করেন ঢাকাস্থ বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ঠ ব্যবসায়ী ও বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক। অনুষ্ঠানে তিনি (শফিক) প্রধান অতিথির বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ঠ সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন।

স্থানীয় মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল এর সভাপতিত্বে ও সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন সমাজসেবক জিয়াউর রহমান জেবু, তোফাজ্জল হোসেন বাবলু, ইউপি মেম্বার আমিনা বেগম, স্থানীয় আব্দুল জোব্বার, আবু রায়হান, রাজিব মন্ডল, বুলবুল, সৈকতসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

৪জন অসহায় মানুষকে গরু (বোকনা বাছুর) দেয়া হয়। সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন জানান, সমাজসেবা কাজ আমাদের পরিবার একটি অংশ হিসেবে নিয়েছে। কারন গরীব অসহায় মানুষের পাশে দাড়ানো সকলের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব থেকে আমরা মানুষের জন্য কাজ করছি। আগামীতে আরো কাজ করার চেষ্ঠা করে যাব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ঠ ব্যবসায়ী শফিকুল ইসলাম শফিক বলেন, অসহায় মানুষের জন্য ছোটনের মত আমাদেরও এগিয়ে আসতে হবে। তিনি (ছোটন) ও তার পরিবার কোন বিনিময় ছাড়া গরীব অসহায় মানুষের জন্য অনেক আগে থেকে কাজ করে আসছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট