গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে জমিজমার বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুড়িকাঘাতে একজন গুরুতরভাবে আহত হয়েছেন। এ ঘটনায় মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
জানা গেছে, গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের বাইগুনি চঁকপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে আনিছার রহমান (৩৮) এর সাথে একই গ্রামের মৃত আব্দুল প্রামানিকের ছেলে সাহিদুল ইসলামের সাথে দীর্ঘদিন আগে থেকে জমিজমার বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে ২০অক্টোবর সকাল ৭টায় প্রতিপক্ষরা বসতবাড়ীর কাছে এসে আনিছার রহমানের মাথায়, কনুই ও বাম হাতে এলোপাতারিভাবে ছুড়িকাঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত আনিছারকে উদ্ধার করে গাবতলী হাসপাতালে ভর্তি করে দেয়। এ ঘটনায় আনিছার রহমান বাদী হয়ে সাহিদুল ইসলামকে প্রধান করে ৪জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com