গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ “সবার আগে সুশাসন,জনসেবায় উদ্ভাবন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রবিবার বগুড়া গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদের ইছামতি হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শারমিনা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাঈম হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জান্নাতুল মাওয়া, নেপালতলী ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবু প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com