গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালন উপলক্ষে গতকাল সোমবার বগুড়ার গাবতলীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য সড়ক র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
এরপর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা উপজেলা মৎস্য অফিসার গোলাম শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমান।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বুলবুল আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ রাশেদুল ইসলাম রাশেদ।
এ সময় উপস্থিত ছিলেন সমবায় অফিসার জয়নুল আবেদীন, নির্বাচন অফিসার আনিসুর রহমান, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আব্দুর রশিদ প্রমুখ। শেষে নতুন উদ্যোক্তা ও শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
Leave a Reply