গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে গতকাল রবিবার বগুড়ার গাবতলী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত¡রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ভ‚ঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বুলবুল আহম্মেদ, থানার এসআই ফিরোজ, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজমা আকতার, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি রাসেল আহম্মেদ কনক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মানিক, উপজেলা মৎস্যজীবি লীগের সদস্য সচিব লেমন পাইকার প্রমুখ। শেষে উপজেলার সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ এবং উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
Leave a Reply