গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ উপজেলা পর্যায়ে “বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা” ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল সোমবার শ্রেষ্ঠ বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউএনও রওনক জাহান। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান মজনুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম, সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান, পাইলট স্কুলের প্রধান শিক্ষক এমদাদুল হক, গাবতলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী, জাইগুলি হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সবুর পিন্টু প্রমুখ। শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠ বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply