মুহাম্মাদ আবু মুসাঃ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, বর্তমান সরকার মানুষের অধিকার কেড়ে নিয়েছে, ফলে এ সরকারকে টেনে হিজড়ে ক্ষমতা থেকে নামাতে হবে। তাই আগামীতে গণ আন্দোলনে সকলকে প্রস্তুতি থাকার আহ্বান জানান। পরিশেষে তিনি শহীদ রাষ্ট্রপতি যে রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকো'র রুহের মাগফেরাত ও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতাসহ জিয়া পরিবারের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। গতকাল বুধবার বগুড়া গাবতলীর বাগবাড়ি এসইউ ফাজিল মাদ্রাসা মাঠে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদারের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়া ড্যাব এর সভাপতি অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, কেন্দ্রীয় এ্যাব'র সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শামীম রাব্বি সঞ্চয়, দৈনিক উত্তর কোণের ভারপ্রাপ্ত সম্পাদক শাহেদুজ্জামান সিরাজ তালুকদার বিজয়, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি, যুগ্ন আহবায়ক সৌরভ হাসান শিবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, নশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বজলু, বিএনপি নেতা জাহিদুল ইসলাম জাহিদ, নুর আলম, আনজু মেম্বার, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলী হাসানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইফতারের পূর্বে জিয়া পরিবারসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com