গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ানম্যান তারেক রহমানের সিদ্ধান্তে বগুড়া জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে হাবিবুর রহমান সন্ধান সরকারকে সভাপতি ও গাবতলী উপজেলা ছাত্রদলের সভাপতি এম আর হাসান পলাশকে সাধারণ সম্পাদক মনোনীত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গতকাল বুধবার গাবতলী উপজেলা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল বের হয়।
মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটল, সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা, সহ-সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, সহ-সাংগঠনিক সম্পাদক ডিউ তালুকদার, দপ্তর সম্পাদক দোয়েল, সহ-দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাদ রহমান তাসকিনসহ ১২টি ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবগণ এবং কর্মী-সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply