মুহাম্মাদ আবু মুসা: বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবীতে গতকাল বুধবার গাবতলী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবাইদুল্লা সরকার স্বপন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নয়ন মিয়া, জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুর রাকিব, বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ, গাবতলী পৌর ছাত্রলীগের সভাপতি তৌকির আহম্মেদ, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি দিপ্ত সরকার, নাড়–য়ামালা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি, দূর্গাহাটা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাজন, সুখানপুকুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিবিড় চন্দ্র রায়, দক্ষিণপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ছাত্রলীগ নেতা শিহাব, বাবলা, আহসান, রিকো, জিহাদ, আলামিন, জিয়াম, সিয়াম, সাইদ প্রমুখ।
Leave a Reply