গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া জেলা পরিষদের ১০নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মঞ্জুরুল হক মঞ্জু (উটপাখী মার্কা) নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন। গতকাল শনিবার গাবতলী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত ইস্তেহারে তিনি বলেন, আমি নির্বাচিত হলে ১১দফা ইস্তেহার বাস্তবায়ন করার অঙ্গীকার করছি। ইস্তেহারের মধ্যে উল্লেখযোগ্য হলো, জনপ্রতিনিধিদের মতামতের ভিক্তিতে উন্নয়নমূলক কাজে সুষম বন্টনের মাধ্যমে সমন্বয় ও মতবিনিময় করব। রাস্তাঘাট, কালভাট, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করব। জনগণকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। বাসষ্ট্যান্ডগুলোতে যাত্রী ছাউনি, সুপেয় পানি ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করব। শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন করব। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত স্থানগুলো সংরক্ষণ ও গ্রন্থাগার নির্মাণ করা হবে। সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উন্নয়নে কাজ করবো। এছাড়াও কৃষক, সাংবাদিক ও অসহায়দের ভাগ্যোন্নয়নে কাজ করে যাবো।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com