গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী এবং ১৫আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলার তরফসরতাজ সিনিয়র ফাজিল মাদ্রাসায় বাংলাদেশ ডেন্টাল সোসাইটি জেলা শাখার পক্ষ থেকে দিনব্যাপী টক টু এ ডেন্টিস্ট নামক ডেন্টাল ট্রিটমেন্ট এবং সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মাদ্রাসার সভাপতি নূরেজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে ফ্রি ডেন্টাল ক্যাম্পিং এর উদ্বোধনী বক্তব্য রাখেন বিএমএ বগুড়ার সভাপতি ডাঃ মোস্তফা আলম নাননু। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ডাঃ সামির হোসেন মিশু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও আফতাবুজ্জামান আল-ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এআই ফয়সাল খান জনি, নাড়–য়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, জেলা যুবলীগ নেতা জান্নাতুল আলম খান রুমেন, মাদ্রাসার অধ্যক্ষ জহুরুল ইসলাম প্রমুখ। দিনব্যাপী দাতের চিকিৎসা সেবা প্রদান করেন ডেন্টাল সোসাইটি বগুড়া শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ আলম, সাধারণ সম্পাদক, ডাঃ আজিজার রহমান রাজু, সাংগঠনিক সম্পাদক ডাঃ রোকনুজ্জামান সোহাগ, দপ্তর সম্পাদক ডাঃ আসিফ রেজা, ডাঃ ইভান, ডাঃ মোস্তাঈন বিল্লাহ, ডাঃ অমিয়, ডাঃ সাদিয়া প্রমুখ। এ সময় অত্র মাদ্রাসার ৫শ’জন শিক্ষার্থীকে ইউনিলিভার কোম্পানির পক্ষ থেকে পেষ্ট ও ব্রাশ বিতরণ করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com