মুহাম্মাদ আবু মুসাঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গতকাল বগুড়ার গাবতলী উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে উপজেলার দক্ষিনপাড়া ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়েছে।
উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নাজমুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন। এ ছাড়া তিনি (নাজমুল) পাচপাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করেন।
জিয়া পরিষদ নেতা অধ্যাপক কবির আহম্মেদ রনি’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আরভিল আহম্মেদ খোকন। অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি নুরুন নবী পুটু, তারাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চপল, আব্দুর রাজ্জাক, শওকত আলী, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন লিটন, সদস্য আমিনুল ইসলাম,
পাচপাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, ছাত্রদল নেতা জাহিদ হোসেন জোহা, নাইম, রিমনসহ অনেকে। পরে বিমান বিধস্তর ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া খায়ের ও বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply