1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :

গাবতলীতে তিন ফসলী জতিতে কৃষি খামার বন্ধের দাবীতে মাননববন্ধন

  • বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭০

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের চকমাল্লা গ্রামে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে বুধবার দুপুরে তিন ফসলী কৃষি জমি রক্ষার দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে গ্রামবাসীরা বলেন, চকমাল্লা গ্রামের জমিগুলো তিন ফসলী। এ গ্রামের বেশির ভাগ মানুষ নি¤œআয়ের। তিন ফসলী জমিতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চাষাবাদ করে অতিকষ্টে তারা জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু দুঃখের সংবাদ হলো, চকমাল্লা গ্রামসহ পাঁচকাতুলী, হাপানিয়া আংশিকসহ মোট ৫’শ বিঘা ওই তিন ফসলী জমিগুলো অধিগ্রহণ করে “আলু বীজ উৎপাদন খামার স্থাপন” এর প্রস্তাব করা হয়েছে। সরকারীভাবে এই প্রস্তাবটি করেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)।

এই প্রস্তাবটি বাস্তবায়ন করা হলে কৃষকগণ জমি ও বসতবাড়ী হারিয়ে ভুমিহীন ভাসমান মানুষে পরিণত হবে। অপরদিকে কৃষি উদপাদন বন্ধ হলে খাদ্য ঘাটতিও দেখা দিবে। সে কারণে গাবতলীর অন্য কোথাও পতিত জমিতে “আলু বীজ উৎপাদন খামার স্থাপন” প্রকল্পটি বাস্তবায়ন করার দাবী জানান।

এ বিষয়ে প্রতিকার চেয়ে চকমাল্লা, পাঁচকাতুলী ও হাপানিয়া গ্রামবাসীর একটি অংশ গত ১৬ ফেব্রæয়ারী বগুড়া অঞ্চলের বিএডিসি এর উপ-পরিচালকের মাধ্যমে বিএডিসি এর চেয়ারম্যান বরাবরে একটি লিখিত আবেদন করেছেন। এর অনুলিপি দিয়েছেন গাবতলীর ইউএনও নিকট।

মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক মাইনুল ইসলাম, আ: সামাদ, সিরাজুল ইসলাম, আ: মালেক বাবু, আবুল হোসেন বাবলু, ফেরদৌস আলম, ছাবেদ আলী, হাছেন আলী সরকার, মিঠু, মোকলেছার রহমান, লাল মিয়া প্রাং, আজাহার আলী, সেকেন্দার আলী, মোন্তেজার রহমান, আবেদালী, চান মিয়া, বুলু, ফটু, রফিকুলসহ আরো অনেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট