1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :

গাবতলীতে থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও জুয়ারুসহ ৮জন গ্রেফতার

  • বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৪

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে থানা পুলিশ পৃথক পৃথক অভিযানে ৮জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৪জন জুয়ারী, ২জন মাদক ব্যবসায়ী এবং ২ সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানাসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাড়–য়ামালা ইউপির অন্তর্গত নাড়–য়ামালা হাট এলাকার জনৈক জাহিদুল ইসলাম সেলিম এর ছ’মিলের টিনশেট ঘরের মধ্যে টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় সাব-ইন্সেপেক্টর শ্রী মুকুল চন্দ্র বর্মণ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, মধ্যমারছেও গ্রামের মৃতঃ সমজান আলীর ছেলে আব্দুল করিম (৪২), পাঁচকাতুলী গ্রামের সামছুল হকের ছেলে ঠান্ডা মিয়া (৪০), রামেশ্বরপুর উত্তরপাড়া গ্রামের মৃত কানু মন্ডলের ছেলে আব্দুর রহিম (৩৮) এবং প্রথমারছেও গ্রামের মৃত যোগেু চন্দ্র সূত্রধর এর ছেলে শ্রী নয়ন চন্দ্র সূত্রধর। এ সময় জুয়া খেলার সরাঞ্জমাদি ও নগদ টাকা উদ্ধার করা হয়। অপরদিকে নেপালতলী ইউপির অন্তর্গত কল্যানপুর গ্রামস্থ জনৈক উজ্জ্বল এর পুকুর পাড়ে মাদক ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদে থানার এসআই সোলাইমান আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫০পিচ টেপেন্টাডল ট্যাবলেটসহ ২জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, বুরুজ মধ্যপাড়া গ্রামের মৃত সালাম আকন্দের ছেলে আমিনুল ইসলাম (৩৫) এবং কল্যানপুর গ্রামের হুমায়ন কবীরের ছেলে মানিক (২৪)। এছাড়াও উপজেলার বাগবাড়ী বাজারস্থ সন্দেহজনকভাবে অবস্থায় করায় বার্মিজ চাকু, তাদের ব্যবহৃত একটি পালসার মোটর সাইকেলসহ দুজনকে গ্রেফতার করে বাগবাড়ী ফাঁড়ি পুলিশ। এরা হলো ধুনট থানাধীন সোনাহাটা হাসপাতালপাড়া গ্রামের চাঁন মিয়া সরকারের ছেরে সাজেদুল ইসলাম সাগর (২৮) এবং বালিয়াদিঘী চারমাথা এলাকার মৃত তছলিম ডাক্তারের ছেলে সাব্বির (২৬)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মামলা রুজু করা হয়েছে। উপরোক্ত বিষয়টি থানার এসআই হাফিজ স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট