গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী সাব-রেজিস্ট্রী অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
মোট ৭৯জন ভোটারের মধ্যে ৭৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে আব্দুস সবুর শামিম (৪৫) ভোট, সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ (৪৯) ভোট, সাংগঠনিক সম্পাদক তহসীন আলী ফটু (৫৫) ভোট, সদস্য পদে নির্বাচিতরা হলেন মতিউর রহমান (৪৮) ভোট, ইয়াসিন আলী (৪৬) ভোট, এম.এ বারেক লিটন (৪৬) ভোট, নূর-আলম শিপন (৪৪) ভোট এবং মামুনুর রশিদ (৩৬) ভোট।
এরআগে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নূরুন্নবী প্রাং, সাধারণ সম্পাদক পদে আপেল মাহমুদ সরকার এবং কোষাধ্যক্ষ রুবেল আলম। প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সাব-রেজিস্ট্রার কাইউম মজুমদার, সহকারী নির্বাচন কমিশনারা হলেন, অফিস সহকারী রাশিদা বেগম, জোবায়দুর রহমান (সভাপতি,নকলনবিশ) ও সদস্য মুনজিলা খাতুন, হেলাল উদ্দিন, রেজিনা আফরোজ, খলিলুর রহমান, আশরাফুল ইসলাম এবং রফিকুল ইসলাম।
উল্লেখ্য, গত ১৬ফেব্রুয়ারী নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়। তফশীল অনুযায়ী ১৯ ও ২০ মনোনয়ন ফরম ক্রয় ও জমা, ২২ফেব্রুয়ারী যাচাই-বাছাই এবং ২৭ফেব্রুয়ারী নির্বাচন সম্পন্ন হয়।
Leave a Reply