গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নির্দেশনায় বগুড়া গাবতলীর দুটি ইউনিয়নের ৭’শ টি গরীব অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার নিজস্ব অর্থায়নে গাবতলীর মহিষাবান ইউনিয়নে হাটের মাঠে এই ইফতার সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। এলক্ষ্যে এক আলোচনা সভা ইউনিয়ন আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হাফিজার রহমান টোনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মোল্লার পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও নাড়–য়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল এবং দক্ষিণপাড়া ইউপি চেয়ারম্যান এ্যাডঃ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, বগুড়া পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল, আ’লীগ নেতা স্বপন, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদিকা নাজমা আকতার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাহানুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাকিল ইসলাম বুলেট, বর্তমান সহ-সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পিপুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি শংকর কুমার রায়, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এরআগে নিজ অর্থায়নে বালিয়াদিঘী ইউনিয়নের তরণীহাট ডিগ্রী কলেজ মাঠে আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদিকা নাজমা আকতার, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ জ্যাকি, যুগ্ম সম্পাদক কেএম আক্তারুজ্জামান দুলু প্রমুখ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com