গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে গতকাল শনিবার উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া-৭ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু।
ইউএনও মোছাঃ নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হুমায়ন আলম চাঁন্দু, ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবু,
উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুল, আওয়ামী লীগ নেতা মাহবুব মিলটন, উপজেলা কৃষক লীগের সভাপতি হযরত আলী হিরন পাইকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ।
পিআইও রাশেদুল ইসলাম জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্থ ২৩টি পরিবারের মাঝে ৪০ বান্ডিল ঢেউটিন এবং ২৩টি পরিবারকে ৬হাজার টাকা করে মোট ১লাখ ২০হাজার টাকার চেক বিতরণ করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com