গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বগুড়া গাবতলীর নারুয়ামালা ইউনিয়নের দোয়ারপাড়া যুব সমাজের উদ্যোগে গত শুক্রবার রাতে দোয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাইট ম্যাচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গাবতলী পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন নাড়ুয়ামালা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল গফুর মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজসেবক জাফর ইকবাল মানিক, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আসমা বেগম, ইউপি সদস্য রঞ্জু মিয়া, গোলজার হোসেন হৃদয়, আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক জাকারিয়া হুসাইন সৌখিন, খেলা পরিচালনা কমিটির শাহ আলমসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলায় দোয়ারপাড়া পলাশ ফুটবল একাদশকে হারিয়ে ২-০ গোলে সম্রাট ফুটবল একাদশ বিজয়ী হয়। শেষে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে একটি খাসি পুরস্কার তুলে দেন।
Leave a Reply