গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে সাকিব হোসেন (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সকালে উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের লাংলু পশ্চিমপাড়া গ্রামে।
জানা জেছে, উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের লাংলু পশ্চিমপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সাকিব হোসেন (২২) পরিবারের সকলের অগোচরে দোচালা টিনের ঘরের তীরের সাথে পড়নের লুঙ্গী গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
আত্মহননকারী যুবক সাকিব বিবাহিত ছিলেন। কিন্তু তার স্ত্রী বাড়িতে ছিলেন না বাবার বাড়িতে অবস্থান ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সাকিব প্রায় ২/৩মাস আগে থেকে মানষিক ভারসাম্যহীনভাবে চলাফেরা করতো। তার আত্মহত্যার কারণ নিশ্চিত করে কেউ বলতে পারছেনা। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com