1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

গাবতলীতে পরকীয়া করতে গিয়ে দুই সন্তানের জনক-জননী আটক, অতঃপর বিয়ে

  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৮৭

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে ২সন্তানের জনক-জননী। গত শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরে ১২লাখ টাকা কাবিনে বিয়ে পড়িয়ে দিয়েছে এলাকাবাসী।

একাধিকসূত্রে জানা গেছে, উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামের মবো প্রামানিকের ছেলে পিন্টুর স্ত্রী ২সন্তানের জননীর সাথে একই ইউনিয়নের তল্লাতলা গ্রামের গেদার ছেলে পিন্টু মিয়া ২সন্তানের জনকের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। এরই সুবাদে গত শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টায় পরকীয়া প্রেমিকার স্বামী বাড়ীতে না থাকার সুযোগে তার বাড়ীতে যায়।

এ সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে পরকীয়া প্রেমিক পিন্টু ও প্রেমিকাকে এক ঘরের ভিতর আটক করে রাখে। গতকাল রবিবার সকালে এলাকার উৎসক জনতা খবর পেয়ে এক নজর দেখার জন্য প্রেমিকার বাড়ীতে ভীড় জমায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। রবিবার দুপুরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে সালিশী বৈঠকে ওই গৃহবধূর পূর্বে স্বামীকে তালাক দিয়ে পরকীয়া প্রেমিক পিন্টুর সাথে ১২লাখ টাকা কাবিনে রেজিস্ট্রি করে তাদেরকে বিয়ে দেয়।

পিন্টু বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতলা দাখিল মাদ্রাসার সভাপতি এবং অগ্রণী ব্যাংক তরণীহাট শাখায় পিয়ন পদে কর্মরত রয়েছে। বালিয়াদিঘী ইউনিয়নের কাজী শরিফ উদ্দিন বিয়ের বিষয়ে সত্যতা স্বাীকার করেছেন। বাগবাড়ী ফাঁড়ী ইনচার্জ তামবিরুল ইসলাম বলেন, এঘটনা লোকমুখে শুনেছি, তাদের বিয়েও হয়ে গেছে। তবে কোন অভিযোগ পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট