গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ গাবতলীতে পুকুরে বিষ প্রয়োগে প্রায় লক্ষাধিক টাকা মুল্যের মাছ নিধন করা হয়েছে। গতকাল বুধবার বগুড়া গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নের জাগুলি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগীরা গাবতলী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা গেছে, গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নের জাগুলি মধ্যপাড়া গ্রামের এমদাদুল হক সরকারসহ ৩সহযোগী শাজাহান আলী সরকার, খোরশেদ সরকার ও জাহিদুল সরকার পৈতিকসূত্রে ওয়ারিশ মূলে প্রাপ্ত পুকুরে গত জুন মাসে প্রায় আড়াই মন পোনা মাছ অবমুক্ত করেন। এরপর থেকে প্রতিনিয়ত মাছগুলো পরিচর্যা করে আসছিল।
কিন্তু পারিবারিক শত্রুতার জের ধরে গত ১৫ অক্টোবর বিবাদী আমিনুল ইসলাম ফটু (৬০), রাসেদুল ইসলাম (৩৮) বাদীদ্বয়কে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণ নাশের হুমকি দেয় এবং পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনেরও হুমকি দেয়। হুমকি-ধামকির পরদিনই অর্থাৎ ১৬ অক্টোবর বুধবার রাতে তাদের পুকুরে কে বা কাহারা বিষ প্রয়োগ করে। এতে করে পুকুরের সব মাছ মরে যায়। এতে প্রায় ১লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী এমদাদুল হক সরকার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে থানার ডিউটি অফিসার এসআই শহিদুল ইসলাম জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ হাতে পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com