গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ ২০২৩-২০২৪ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি এবং বর্ষা প্লাবিত ধান ক্ষেত/প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার গাবতলী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গত ১৭আগস্ট বৃহস্পতিবার উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পোনামাছ অবমুক্তকরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসেনা আক্তার, জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মশিউর রহমান, উপজেলা মৎস্য অফিসার আরিফ আহমেদ, নেপালতলী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহানুর আলম, আওয়ামী লীগ নেতা জিন্নাতুল ইসলাম জিন্না, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আব্দুর রশিদ, অফিস সহকারী সানোয়ার হোসেন প্রমুখ। ১লাখ টাকা ব্যয়ে দশটি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৩’শ ৩৮ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
Leave a Reply