গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়ন পরিষদের তথাকথিত ২নং প্যালেন চেয়ারম্যান আবু জাফরের বিরুদ্ধে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগ এনে গতকাল বুধবার গাবতলী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ওই পরিষদের ৯জন ইউপি সদস্য।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, কাগইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দ্বন্দ্বে উন্নয়ন ও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জনসাধারণ। দীর্ঘদিন থেকে কাগইল ইউপি চেয়ারম্যান আ: রশিদ মোল্লা পলাতক থাকায় পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে ২নং প্যানেল চেয়ারম্যান আবু জাফর দায়িত্ব নিয়ে স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়মে জড়িত হওয়ায় পরিষদের ১২জন ইউপি সদস্যের মধ্যে ৯জনই ইউএনও বরাবরে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব আনেন।
এর ফলে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, উন্নয়ন প্রকল্পসহ আরো নানা বিষয়ে এলাকার মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্বন্দ্ব সমাধানের লক্ষ্যে একাধিকবার সমঝোতা বৈঠক হলেও সুরাহা মিলেনি। ওই সমঝোতা বৈঠকে ১২জন মেম্বারের মধ্যে ৯জন আবু জাফরের বিরোধিতা করেন। উন্নয়নের স্বার্থে ইউপি সদস্যদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব অতিদ্রুত সমাধোনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন সংবাদ সম্মেলনকারী ইউপি সদস্যগণ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু, আবু হাসেম, বাবলু মিয়া, আ: ছাত্তার, মিলন মিয়া, আনছার আলী ভোলা, জাহাঙ্গীর আলম, শাহানাজ বেগম প্রমুখ।
Leave a Reply