গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার ও তার দলবল একই পরিবারের ৬জনকে কুপিয়ে জখম করেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের চাকলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
একাধিকসূত্রে জানা গেছে, গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের চামুরপাড়া গ্রামের মৃত অমেদ আলীর ছেলে সিএনজি চালক আব্দুল হান্নান (৪৫) প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার ভোরে সিএনজি নিয়ে বাড়ী হতে বের হয়। সকালে নাড়ুয়ামালা আমতলা নামকস্থান হতে হান্নানকে সিএনজিসহ তাকে অপহরণ করা হয়।
প্যানেল চেয়ারম্যান গোলজার ও তার লোকজন নাড়ুয়ামালা হতে অপহরণ করে গ্রামের বাড়ী চাকলায় আটকে রেখে মোটা অংকের টাকা দাবী করে। এ ঘটনায় গতকাল সকালে হান্নানের ছোটভাই জিল্লুর রহমান (৩৩) গাবতলী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
এদিকে অপহৃত হান্নানের পরিবারের লোকজন খবর পেয়ে হান্নানকে ছাড়িয়ে নিতে চাকলা গ্রামে গেলে প্যানেল চেয়ারম্যান গোলজার ও তার লোকজন বিভিন্ন ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে একই পরিবারের ৬জনকে কুপিয়ে জখম করে এবং নগদ দেড় লাখ টাকা ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
আহতরা হলো, বাবুল আকন্দ (৪৫), খুকি বেগম (৭০), আবুল আকন্দ (৫৫), বিউটি বেগম (৪০), আ: হান্নান (৪০) এবং পান্না (৩৮)। আহতদের মধ্যে বাবুল ও খুকিকে আশংকাজনক অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাবুলের আঘাতপ্রাপ্ত মাথায় ১৫টি সেলাই দিতে হয়েছে।
এ ব্যাপারে মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, এ সংক্রান্ত অভিযোগ হাতে পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। হামলাকারীদের গ্রেফতারের অভিযান চলছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com