গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর উজগ্রাম পিন্টু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিংকু রানী দেবীকে কয়েক ঘন্টা অবরুদ্ধ ও লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন থেকে তাঁরা জানান, গাবতলীর উজগ্রাম পিন্টু বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির গঠনকে কেন্দ্র করে স্থানীয় গাজী মাশকুরুল আলম চৌধুরী সৌরভের কতৃপয় লোকজন গত বুধবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিংকু রানী দেবীকে তার কক্ষেই অবরুদ্ধ করে এবং তাকে মানষিকভাবে লাঞ্চিত করে। তারই প্রতিবাদে বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও গ্রামবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, বিদ্যালয়ের এডহক কমিটির গঠনের জন্য গ্রামবাসীদের নিয়ে বিগত দিনে দফায় দফায় বৈঠক করে সবাই একমত হয়ে রেজুলেশনের মাধ্যমে গত ১৩ই জানুয়ারী বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের লক্ষ্যে স্থানীয় শহীদ আলম, পিন্টু মিয়া এবং শাহ আলমের নাম নির্ধারণ করে ইউএনও অফিসে তালিকা জমা দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কিন্তু পরবর্তীতে স্থানীয় গাজী মাশকুরুল আলম চৌধুরী সৌরভ এর নাম ওই তালিকায় যুক্ত করার জন্য প্রধান শিক্ষককে বারবার চাপ দেয়া হয়। তিনি তাতে অস্বীকৃতি জানালে গত বুধবার সৌরভের লোকজন প্রধান শিক্ষক রিংকু রানী দেবী অবরুদ্ধ করে গালিগালাজ ও বিভিন্ন হুমকি এবং মানষিকভাবে লাঞ্চিত করে।
এ ঘটনায় স্কুলের অভিভাবক, শিক্ষার্থী ও গ্রামবাসী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দরা এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন। এই মানববন্ধন থেকে এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান হান্নান, ইউপি সদস্য ফারুক হোসেন, সাবেক ইউপি সদস্য আঃ রহিম, অভিভাবক শহিদুল, মামুন, শাহজাহান, মোনারুল, পিন্টু, জিল্লুর রহমান, মজনু, আরিফুর রহমান চৌধুরী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ, সাধারণ সম্পাদক আঃ রশিদ, সাংগঠনিক সম্পাদক আনিছার ব্যাপারী, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সহ-সভাপতি জাহিদুল ইসলাম রতন,
৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল মন্ডল, সাধারণ সম্পাদক আনছার আলী, সাংগঠনিক সম্পাদক বকুল, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছানোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক বাবু মিয়াসহ শতশত গ্রামবাসী, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com