আল আমিন মন্ডল (বগুড়া) ঃ পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে বগুড়ার গাবতলী রামেশ^রপুর ফুটবল একাডেমী আয়োজন (১০হাজার নারী-পুরুষ) দর্শককে আনন্দ-উদ্দিপনায় মাতিয়ে দিলেন মেয়ে ফুটবল খোলোয়ার’রা। গত সোমবার প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ এর সভাপতিত্ব করেন ডাঃ মাহমদুল হাসান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামেশ^রপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল। খেলা উদ্বোধন করেন সমাজসেবক জাফর ইকবাল মানিক। রামেশ্বরপুর ফুটবল একাডেমী প্রতিষ্ঠাতা সভাপতি জাবেদ আলী মন্ডল রতন ও এস কে শাফি’র আহবানে পৃষ্টপোষকতায় ছিলেন সিঙ্গাপুর প্রবাসী মমিনুল ইসলাম মমিন, আরিফুল ইসলাম সিরাজুল, মামুনুর রশিদ মামুন। বরেণ্য অতিথি ছিলেন প্রধান শিক্ষক ইবনে রেজা মামুনুর রশিদ, ডাঃ শাফিউল ইসলাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম আলী, আতিকুর রহমান সাজু, আবু নাছের মোহাম্মদ আলম, আমিনুল ইসলাম, আব্দুল মালেক নয়ন, সহিদুল ইসলাম, জয়নাল আবেদীন, জিল্লুর রহমান মন্ডল। আমন্ত্রিত অতিথি ছিলেন ইউপি সচিব বলবন রহমান, ইউপি সদস্য আব্দুল লতিফ লাঠিম, মানিক মিয়া, তানজুল ইসলাম, তবিবুর রহমান, সমাজসেবক শাহিনুর রহমান মাহীন, মিষ্টার সরকার, জিন্না সরকার, মমিনুল ইসলাম মমিন, আব্দুল কাফী ও রাব্বি সরকার প্রমূখ। খেলায় পঞ্চগড় জেলা দল বনাম বগুড়া জেলা দল অংশ নেন। পঞ্চগড় জেলা দল২-০গোলে চ্যাম্পিয়ান হন। শেষে সেরা খেলোয়ার ও বিজয়ীদলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply